পটনায় চলন্ত অ্যাম্বুল্যান্সে যুবতীকে গণধর্ষণ

বিহারের পটনায় (Patna) হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে ধর্ষিতা হলেন এক যুবতী। অভিযোগ, চলন্ত অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ করা হয়েছে যুবতীকে।

Must read

ভয়ঙ্কর ঘাটনা নীতীশের রাজ্যে! বিহারের পটনায় (Patna) হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে ধর্ষিতা হলেন এক যুবতী। অভিযোগ, চলন্ত অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ করা হয়েছে যুবতীকে। গত ২৪ জুলাই বিহারের বৌদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড নিয়োগের পরীক্ষা ছিল। ওই যুবতীও সেদিন পরীক্ষা দিতে এসেছিলেন। বয়স ২৬। ফিজিক্যাল টেস্ট চলাকালীন ওই যুবতী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তারপর অজ্ঞান হয়ে যান। তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। যুবতী অভিযোগ করেন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চলন্ত অ্যাম্বুল্যান্সেই তাঁকে ধর্ষণ করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় কমপক্ষে ৩-৪ জন ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন। শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেও ঘটনার সময় তিনি কিছুটা বুঝতেই পেরেছিলেন।

আরও পড়ুন-৩১ জুলাই পুজো কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

তাঁর বয়ানের ভিত্তিতে বৌদ্ধগয়া পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। ফরেন্সিক টিমও পাঠানো হয়েছে। অ্যাম্বুল্যান্স চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অ্যাম্বুল্যান্সের রুটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির গতিবিধি নিশ্চিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যজুড়ে নারী নিরাপত্তা বলে কী তবে কিছুই নেই? সামান্য পরীক্ষা দিতে গিয়ে মেয়েদের এভাবে নির্যাতনের শিকার হতে হলে কর্মক্ষেত্রে তাহলে প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে অনিশ্চয়তা। দেশজুড়ে বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সমালোচনার মুখে। এমনকি রাজ্য পুলিশের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্যে একের পর এক খুন, ধর্ষণ, গণধর্ষণ, ডাকাতি, চুরি এবং ইভটিজিংয়ের মতো অপরাধ ধারাবাহিকভাবে হয়েই চলেছে। প্রশ্ন উঠছে – রাজ্যে কেন এই ধরনের ঘটনা ঘটছে যার ফলে রাজ্যবাসী রীতিমত নিরাপত্তাহীনতায় ভুগছে?

Latest article