অফবিট ডেস্টিনেশন, থিম ট্যুর, রিট্রিট ট্যুরের এখন প্রচলন বেড়েছে অনেকটাই। এবার নয়া ধাঁচের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আসছে সিকিম (Sikkim) সরকার। সিকিম সরকারের তরফে এবার পর্যটকদের জন্য চো লা অঞ্চলটি খুলে দেওয়া হবে। ভারত সরকারের রণভূমি বা যুদ্ধাঙ্গন পর্যটন উদ্যোগের অংশ হিসেবে এই চিন্তাভাবনা করা হচ্ছে। জানা গিয়েছে, অঞ্চলটি ডোকলামের নিকটবর্তী। ইতিমধ্যেই সিকিম সরকার এই উদ্যোগ রূপায়ণে কাজ শুরু করে দিয়েছে। ব্যাটলফিল্ড ট্যুরিজমের আওতায় সারা দেশ জুড়ে প্রায় ৩০টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল চো লা। আর্মিদের সঙ্গে মিলে এই অঞ্চলটির পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন-আন্তর্জাতিক লজ্জা : মুখ্যমন্ত্রী, বিশ্ব মানবাধিকার কমিশনের রিপোর্টেও বিজেপির বাংলা-বিদ্বেষের কথা
সিকিমের নাথু লা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এবার চো লা-ও আরেকটি আকর্ষণীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে। তবে এখানে পৌঁছতে আগে থেকে বিশেষ পারমিট নিতে হবে। ডোকলাম জংশন যাওয়ার আগে পর্যটকদের সেই পারমিট দেওয়া হবে। সেনাবাহিনী এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই ভুটান সরকারকে এই পরিকল্পনা সম্পর্কে অবগত করা হয়েছে। সেনাবাহিনী এবং রাজ্য সরকার চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে এই উদ্যোগ শুরু করার চেষ্টা করছে। প্রথম দিকে কয়েক মাস, প্রতিদিন মাত্র ৩০টি গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হবে। পরে রাস্তার অবস্থা এবং সেনাবাহিনীর ছাড়পত্র বিবেচনা করে রোজ ৫০টি গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।