নিয়ন্ত্রণ হারিয়ে ২০টি গাড়িকে ধাক্কা কন্টেনারের, মৃত ১, আহত ১৮

আহতদের মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯ জনের মধ্যে চিকিৎসারত অবস্থাতে মারা যান এক মহিলা।

Must read

শনিবার বিকেলে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে (Mumbaai Pune Expressway) নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী কন্টেইনার ট্রেলার ট্রাক ধাক্কা মারল পরপর ১৮-২০টি গাড়িকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদিনের এই দুর্ঘটনায় একজন মহিলা নিহত এবং ১৮ জন আহত। রায়গড় জেলার খালাপুর তালুকের খোপোলি থানা সীমানার আডোশি টানেলের কাছে এই ঘটনা ঘটেছে। পুলিশের তরফে খবর, ব্রেক ফেল করে কন্টেইনার ট্রেলার ট্রাকটি বিএমডব্লিউ এবং মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি সহ কমপক্ষে ২০টি গাড়িকে ধাক্কা মারে। ১৯ জন গুরুতর আহত হন। আহতদের মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯ জনের মধ্যে চিকিৎসারত অবস্থাতে মারা যান এক মহিলা।

আরও পড়ুন-আমাদের পাড়া, আমাদের সমাধান, মান্য কার্যবিধি প্রকাশ নবান্নের

চালককে খোপোলি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। তবে, ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে, ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন না। গোটা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘাটনার পর স্বাভাবিকভাবেই লোনাওয়ালা-খান্ডালা ঘাট থেকে নামার পরে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে বিশাল যানজট শুরু হয়ে যায়। দত্ত ফুড মলের কাছে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন-ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসেও পরীক্ষা! ধিক্কার জানাল তৃণমূল

ভারতের ব্যস্ততম এক্সপ্রেসওয়েগুলির মধ্যে একটিতে এই দুর্ঘটনায় রীতিমত বিপর্যস্ত শহর। প্রতিদিন এই পথে ১.৫ থেকে ২ লক্ষ যানবাহন চলাচল করে । সপ্তাহের শেষের দিকে এই সংখ্যা আরও বেড়ে যায়। ১৮-২০টি গাড়ির সংঘর্ষের ফলে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। আপাতত পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, কন্টেনারের আঘাত এতটাই তীব্র ছিল যে অন্তত তিনটি গাড়ি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। আহতদের সহায়তা এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য জরুরি দফতরগুলিকে মোতায়েন করা হয়েছে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প রুটে যানবাহন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article