প্রতিবেদন : সোমবারই তৈরি হচ্ছে নতুন সিস্টেম। ফলে নতুন সপ্তাহ থেকে ফের বাড়বে বৃষ্টি। শনিবার সকাল থেকে রোদ- বৃষ্টির খেলা চললেও তেমন বর্ষণ হয়নি দক্ষিণের জেলায়।
আরও পড়ুন-ধরাশায়ী বিজেপি, খেজুরির দুই সমবায়ে বিপুল জয় তৃণমূলের
কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাব অনেকটাই কেটেছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে বাংলায়। সেই কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এদিকে লাগাতার বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। তবু জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি ছিল। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আর উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়বে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু’এক জায়গায় দু’এক পশলা ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে।