মিড-ডে মিলে তালের বড়া, খুশিতে আত্মহারা পড়ুয়ারা

বাইরে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে মিড-ডে মিলের পাতে তালের বড়া পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল খুদে পড়ুয়ারা।

Must read

তুহিনশুভ্র আগুয়ান, হলদিয়া: বাইরে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে মিড-ডে মিলের পাতে তালের বড়া পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল খুদে পড়ুয়ারা। শনিবার পূর্ব মেদিনীপুরের ডিঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের মেনুতে ভাত, ডাল, তরকারির পাশাপাশি ছিল অন্যতম আকর্ষণ হিসেবে তালের বড়া। মহা-আনন্দে তালের বড়া খেতে খেতে বর্ষা উপভোগ করল পড়ুয়ারা। এর আগে একাধিকবার এই স্কুলের মিড-ডে মিলে স্বাদবদল ঘটাতে দুধ-কলা, মাংস, আম-কাঁঠালের পাশাপাশি মাংসেরও আয়োজন করেন শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন-পানচাষিদের স্বার্থে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রশাসনের

এবার বর্ষার দিন পড়ুয়াদের মেনুতে বদল আনতে অন্য কিছু চিন্তা করেন তাঁরা। সেইমতো সকাল হতেই গ্রামে গ্রামে পাকা তালের খোঁজে বেরিয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। সব কিছু জোগাড়যন্ত্রের পর স্কুলের মিড-ডে মিলের রাঁধুনিরাই বসে যান পড়ুয়াদের জন্য তালের বড়া বানাতে। এদিন প্রায় ২০৩ জন ছাত্রছাত্রী সেই তালের বড়া খেয়ে প্রায় নন্দের মতো আনন্দে মেতে ওঠে। পঞ্চম শ্রেণির সাজদা পারভিন ও সেক মুজাহিদ বলে, প্রত্যেকদিন ভাত, ডাল, তরকারি হয় স্কুলে। কিন্তু আজ তালের বড়াও হয়েছে। খুবই ভাল লাগছে তালের বড়া করায়। আমাদের স্কুলে প্রায়ই নতুন নতুন রান্নাবান্না হয়। স্কুলের সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী বলেন, আমাদের বিদ্যালয়ে মরশুম অনুযায়ী ফল ও বিভিন্ন খাবার খাওয়ানো হয়। আজ মিড-ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের তালের বড়া ও গুলগুলো খাওয়ানো হল। তালের বড়া ও গুলগুলো খেয়ে বাচ্চারা খুব মজা পেয়েছে।

Latest article