ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

তিনি ছিলেন একজন স্বনামধন্য বিজ্ঞানী, লেখক এবং সমাজবিদ। নিজের জীবনে একাধিক কাজের মধ্যে দিয়ে রেখে গিয়েছেন অবদান।

Must read

সারা বিশ্বে মিসাইল ম্যান বলেই পরিচিত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি (President) এপিজে আব্দুল কালাম। তিনি ছিলেন একজন স্বনামধন্য বিজ্ঞানী, লেখক এবং সমাজবিদ। নিজের জীবনে একাধিক কাজের মধ্যে দিয়ে রেখে গিয়েছেন অবদান। জীবদ্দশায় পেয়েছেন একাধিক পুরষ্কার। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। আব্দুল কালামের নেতৃত্বে ১৯৯২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পোখরানে ভারত দ্বিতীয়বারের জন্য পরমাণু বোমার সফলভাবে পরীক্ষা হয়। দেশের সফল পরমাণু বিজ্ঞানী হন তিনি। তিনি ২০০২ সালে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি অগ্নি এবং পৃথ্বীর মতো মিসাইল তৈরির তত্ত্বাবধানে ছিলেন। এই কাজে তাঁর সাফল্যের জন্যই বিশ্বজুড়ে মিসাইল ম্যান বলে পরিচিত তিনি।

আরও পড়ুন-আইএসআইয়ের মদতপুষ্ট চোরাচালান নেটওয়ার্কের ৫ জন গ্রেফতার

কর্মজীবনে ডিআরডিও-র হভারক্রাফ্ট প্রকল্প পরিচালনা করেন তিনি। ১৯৬২ সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন। রোহিনী তথা SLV3 উপগ্রহ সফলভাবে উৎক্ষেপন করেন, পৃথিবীর কক্ষপথে স্থাপনও করেন। বিজ্ঞানী রাজা রামান্নার সঙ্গে যৌথভাবে ভারতের প্রথম পারমানবিক ক্ষেপনাস্ত্র তৈরি করেন তিনি।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূতকে চাপাতির কোপ

এদিন তাঁর প্রয়াণদিবসে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘ভারতরত্ন’ ডঃ এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি একজন মহান বিজ্ঞানী এবং একজন আদর্শ মানুষ ছিলেন। তাঁর জীবন আজও আমাদের অনুপ্রাণিত করে।”

 

Latest article