সংবাদদাতা, কোচবিহার : অসম সরকারের নোটিশে ভয় পাই না। পাশে আছেন মুখ্যমন্ত্রী। ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে নেত্রীর ডাকা প্রতিবাদে শামিল হয়ে জবাব দেব বিজেপিকে। এনআরসি নোটিশ পেয়ে জোর গলায় এমনটাই বলেছিলেন দিনহাটার উত্তম ব্রজবাসী, মাথাভাঙার নিশিকান্ত দাস, ফালাকাটার অঞ্জলি শীলেরা। রবিবার অসম-বাংলা সীমানার জোড়াই মোড়ে অবস্থান মঞ্চে প্রতিবাদের ঝড় তুললেন উত্তমকুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস।
আরও পড়ুন-আক্রান্তদের নিয়ে সরব হল দেশবাঁচাও গণমঞ্চ
কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (বলেন, বিজেপির পায়ের তলার মাটি নেই সেটা তারা বুঝে গেছে। তাই এনআরসির নোটিশ দিয়ে অসমের বিজেপি সরকার এ-রাজ্যের বাসিন্দাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু সকলের মাথার ওপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে৷ অসম সরকারকে জবাব দিতে এদিন বাংলা থেকে অসমে ঢোকার মুখে অবস্থান বিক্ষোভ করা হয়েছে৷ দলীয় সূত্রে জানা গেছে যেখানে মঞ্চ বেঁধে তৃণমূল প্রতিবাদ সভা করেছে তার ঢিল-ছোঁড়া দূরত্বে ছিল অসম সীমানার স্বাগত গেট৷ এদিনের সভায় উপস্থিত হয়ে অসম সরকারের এনআরসি নিয়ে উত্তমকুমার ব্রজবাসী ও নিশিকান্ত দাস বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভরসা আছে৷ তাই আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় এসেছি। অসম সরকারের এই হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা৷ এদিনের অবস্থান-বিক্ষোভে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, পরেশচন্দ্র অধিকারী, বিনয়কৃষ্ণ বর্মন-সহ, জেলাপরিষদের সভাধিপতি সুমিতা বর্মন-সহ দলের সকলে।