সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রস্তুতির ময়দানেই দেখা নেই। তারা যে অস্তিত্বসংকটে তা নিজেরাই প্রমাণ করল। পদ্মশবিরের অবস্থা এখন তাই। এখন যেন শীতঘুমে চলে গিয়েছে বিজেপি। বিধানসভা ভোটে বাংলার মানুষ জবাব দিয়েছেন। তাই পুরভোটের আগে কার্যত মুখ লুকিয়েছে তারা। যার প্রমাণ মিলছে আলিপুরদুয়ারে। খুব শীঘ্রই এখানে পুরভোট। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। চলছে জনসংযোগের কাজও। অথচ এই প্রস্তুতির ময়দানে টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপির। তাতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি ভয় পেয়ে নিজেদের গুটিয়ে রেখেছে পদ্মশিবির? এ বিষয়ে তৃণমূলের টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপি ময়দানে নেই, মানুষ তাদের আসল চরিত্র জেনে গিয়েছে ।
আরও পড়ুন : অর্থ মন্ত্রকের কাছে নিম্নলিখিত বিষয়ে তথ্য চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজ্য সরকারের উন্নয়নের মহাযজ্ঞ আলিপুরদুয়ারে চলছে, মানুষ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উত্তরে এসেছে উন্নয়ন। ঢেলে সাজা হয়েছে পাহাড় থেকে সমতল। এবার পুরভোটের আগে উন্নয়নের কাজও শুরু হয়েছে জোরকদমে। পুরবাসীকে পুর-পরিষেবা দিতে দিনরাত তৎপর পুরসভা। নতুন রাস্তা, পথবাতি, নিকাশিনালা-সহ সমস্ত ধরনের কাজ চলছে দ্রুতগতিতে । শহর সাজাতে ইতিমধ্যেই বসানো হয়েছে ক্লক টাওয়ার, বিভিন্ন রাস্তার মোড়ে স্থাপন করা হয়েছে মনীষীদের মূর্তি।এবার পুরভোটের লক্ষ্যে উন্নয়নের ডালি সাজিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধার কথা পৌঁছে দিচ্ছেন বুথে বুথে। সাড়াও পাচ্ছেন ভাল।