মা ও শিশুপুত্রকেও রেহাই দেয়নি বিজেপি!

বিজেপির বাংলা ভাষা-বিদ্বেষ যে কোনখানে পৌঁছতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : বিজেপির বাংলা ভাষা-বিদ্বেষ যে কোনখানে পৌঁছতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্যগুলিতে সাংঘাতিক সন্ত্রাসের নমুনা তুলে ধরলেন তৃণমূলনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। মালদহের চাঁচলের বাসিন্দা পরিযায়ী শ্রমিক পরিবার থাকতেন দিল্লিতে। বাঙালি এবং বাংলাভাষী হওয়ায় প্রবল অত্যাচার হয়েছে মা ও শিশুপুত্রের উপর। মহিলাকে শুধু মারধরই করা হয়েছে তাই নয়, দেড় বছরের শিশুপুত্রকেও মেরে কান ফাটিয়ে দেওয়া হয়েছে। ভয়ংকর এই দৃশ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলছেন, ভারতবাসী দেখুন বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষাসন্ত্রাস কোন পর্যায়ে পৌঁছেছে! একটি শিশুও তাদের হাত থেকে পরিত্রাণ পাচ্ছে না। বিজেপি দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এই বিজেপির হাতে যে দেশ সুরক্ষিত নয়, তা নিয়ে শুধু বাংলা নয় বিরোধী রাজ্যগুলি থেকেও প্রবল আওয়াজ উঠেছে। প্রতিবাদের ঝড় সংসদে।

আরও পড়ুন-লড়কি বহিনা পাচ্ছেন ১৪ হাজার পুরুষ!

কলকাতায় দেশবাঁচাও গণমঞ্চের বুদ্ধিজীবীরাও জবাব দিয়েছেন, বিজেপিকে রাজাকারদের সঙ্গে তুলনা করেছেন। রাজ্যে জেলায়-জেলায় ভাষা আন্দোলনের কর্মসূচিকে সামনে রেখে প্রতিবাদে উত্তাল হয়েছে তৃণমূল কংগ্রেস। জনস্রোতে শামিল হয়ে মানুষ প্রতিবাদ জানিয়েছেন। আগামিকাল বীরভূমে প্রশাসনিক সভা সেরে বোলপুরে ভাষাসন্ত্রাসের প্রতিবাদে মিছিল করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বাংলা, বাঙালি ও বাংলা ভাষার প্রতি বিদ্বেষকে বাংলার মানুষই সমুচিত জবাব দেবেন। প্রতিবাদ হবে মিছিলে-বিক্ষোভে। রবিবার বিকেলেই বীরভূমে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরে প্রতিবাদ মিছিলে হাঁটবেন তিনি। বিজেপির রাজ্যগুলিতে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষের উপর করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠবে তৃণমূল কংগ্রেস। এরপর থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ-কর্মসূচি হবে। সোম ও মঙ্গলবার বীরভূমে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

Latest article