জয়ের সমান ড্র ম্যাঞ্চেস্টারে, গিল, জাদেজা, সুন্দরের সেঞ্চুরি, সিরিজে ভেসে ভারত

লর্ডসে হয়নি। ওল্ড ট্র্যাফোর্ডে হল! ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট সসম্মানে ড্র করল ভারত।

Must read

ম্যাঞ্চেস্টার, ২৭ জুলাই : লর্ডসে হয়নি। ওল্ড ট্র্যাফোর্ডে হল! ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট সসম্মানে ড্র করল ভারত। এই ড্র জয়ের থেকেও বড়। সাধে কি আর নেভিল কার্ডাস সেই কবেই স্কোরবোর্ডকে গাধা বলেছিলেন!
গতকাল যখন ভারত শূন্য রান দু’উইকেট হারিয়ে ধুঁকছে, তখন অতিবড় সমর্থকও ভাবেননি, এই টেস্ট বাঁচাতে পারবেন শুভমন গিলরা। কিন্তু সেটাই হল। গতকাল লড়াই শুরু করেছিলেন শুভমন ও কে এল রাহুল। তৃতীয় উইকেটে ১৮৮ রান যোগ করেছিলেন দু’জনে। অসমাপ্ত কাজ শেষ করলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। রাহুল মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন। তবে শুভমন, জাদেজা, সুন্দরের ব্যাট থেকে এল ঝকঝকে সেঞ্চুরি। শুভমন ১০৩ রান করে আউট হলেও, জাদেজা ১০৭ ও সুন্দর ১০১ রানে অপরাজিত থেকে গেলেন। অসমাপ্ত পঞ্চম উইকেটে দু’জনে ৩৩৪ বলে যোগ করলেন ২০৩ রান। ১৪৩ ওভার হাত গুটিয়ে ইংল্যান্ডের বোলারদের ঝুলিতে সাকুল্যে চার উইকেট! ইনিংসে হারের ভ্রুকুটি উড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখলেন শুভমনরা।

আরও পড়ুন-স্টোকসের ড্রয়ের প্রস্তাব উড়িয়ে দেন জাদেজারা, ঋষভ আর সিরিজেই নেই : গম্ভীর

লাঞ্চের আগেই গতকালের দুই অপরাজিত ব্যাটারকে হারিয়েছিল ভারত। রাহুল ৯০ রান করে স্টোকসের বলে লেগ বিফোর উইকেট হন। স্টোকসের অচমকা লাফিয়ে ওঠা বলে আঙুলে চোট পান শুভমন। চলতি সিরিজে চার নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন যন্ত্রণা আগ্রাহ্য করেই। ব্যাট হাতে স্বপ্নের একটা সিরিজ কাটাচ্ছেন শুভমন। ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে এক সিরিজে সাতশোর (৭২২) বেশি রান! এর আগে এই কৃতিত্ব ছিল সুনীল গাভাসকর ও যশস্বী জয়সওয়ালের। এখানেই শেষ নয়, অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজে সবথেকে বেশি সেঞ্চুরির (৪টি) রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন শুভমন। এই রেকর্ড ছিল স্যার ডন ব্র্যাডম্যান এবং গাভাসকরের। ১৯৪৭-৪৮ মরশুমে ভারতের বিরুদ্ধে এক সিরিজে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্র্যাডম্যান। আর ১৯৭৮-৭৯ সালে গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
লাঞ্চের ঠিক আগে জোফ্রা আর্চারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট উপহার দিলেন শুভমন। প্যাভিলিয়নে ফেরার পথে দৃশ্যতই হতাশ দেখাচ্ছিল তাঁকে। তবে সেটাই ছিল ইংল্যান্ডের শেষ সাফল্য। এর পর জাদেজা-সুন্দর জুটি একরাশ হতাশা ছাড়া আর কিছুই উপহার দেয়নি স্টোকসদের।

Latest article