বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারি হস্তক্ষেপ চাইল আলু ব্যবসায়ীরা

পাইকারি বাজারে আলুর দাম বাঁচাতে এবং নিজেদের আয় ঠিক রাখতে এবার সরকারি হস্তক্ষেপের দাবি করল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হওয়া প্রোগেসিভ আলু ব্যবসায়ী সংগঠন

Must read

সংবাদদাতা, হুগলি : পাইকারি বাজারে আলুর দাম বাঁচাতে এবং নিজেদের আয় ঠিক রাখতে এবার সরকারি হস্তক্ষেপের দাবি করল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হওয়া প্রোগেসিভ আলু ব্যবসায়ী সংগঠন। তাঁদের অভিযোগ, হিমঘর থেকে আলু বেরনো নিয়ে সরকার ও সাধারণ মানুষের কাছে ভুল তথ্য দিচ্ছে আলু ব্যবসায়ী ও হিমঘর ব্যবসায়ী সংগঠনের একাংশ। একইসঙ্গে আলু সংরক্ষণকারীর ফ্রি বন্ডের দাম কমানোর চেষ্টা করছে। এর ফলে ছড়াচ্ছে বিভ্রান্তি। তাই তাঁদের দাবি, আলু চাষি ও পাইকারি বাজার বাঁচাতে সরকার হস্তক্ষেপ করুক।

আরও পড়ুন-জয়ের সমান ড্র ম্যাঞ্চেস্টারে, গিল, জাদেজা, সুন্দরের সেঞ্চুরি, সিরিজে ভেসে ভারত

রাজ্যে এবারে আলু ফলন মোটামুটি ভালোই। ঊর্ধ্বমুখী বলা যায়। তাই যোগানের থেকে চাহিদা কম। সেই কারণে পাইকারি বাজারে আলুর দাম ভালো পাওয়া যাচ্ছে না। হিমঘর থেকে পর্যাপ্ত পরিমান আলু না বেরনোর কারণে আলুতে ক্ষতির আশঙ্কা থাকছে।ফলস্বরূপ সামনের বছর আলু চাষে কৃষকেরা উৎসাহ হারাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।আর এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আগামী আলুর খুচরো বাজারে চড়া দামে বিক্রি হবে। হিমঘর অ্যাসোসিয়েশন সংগঠনের নেতা শুভজিৎ সাহা বলেন, গতবার কৃষক ও পাইকারি আলু ব্যবসায়ীদের ক্ষতি হয়।কিন্তু ফঁড়েরা খুচরো বাজারে জ্যোতি আলুর থেকে মুনাফা লুটে নেয়।তাই আমরা আলুতে সরকার ঘোষিত অনুযায়ী পদক্ষেপের দাবি জানিয়েছি। মন্ত্রী বেচারাম মান্না বলেন,এবারে রাজ্যের ৫১৯ টি হিমঘরে ৭০.৮৫ লক্ষ মেট্রিক টন আলু সংরক্ষিত হয়েছে।তার মধ্যে এখন পর্যন্ত ৩০ শতাংশ আলু বেরিয়ে গিয়েছে। অসাধু আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের একাংশ আলু বেরচ্ছে না বলে সরকার ও সাধারণ মানুষ কে বিভ্রান্ত করছে। কিন্তু তাদের এই অপচেষ্টা সফল হবে না।

Latest article