আজ থেকেই বাড়বে বৃষ্টি

এদিকে লাগাতার বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। তবু জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি ছিল।

Must read

প্রতিবেদন : আজই তৈরি হচ্ছে নতুন সিস্টেম। ফলে নতুন সপ্তাহ থেকে ফের বাড়বে বৃষ্টি। পুরনো নিম্নচাপের প্রভাব খানিকটা কমতে সপ্তাহশেষে বৃষ্টির দাপট কিছুটা কমেছিল। রবিবার সকাল থেকে রোদের দেখাও মিলেছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে সিস্টেম তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। তার প্রভাবেই আজ থেকে আবার বৃষ্টি বাড়বে বাংলায়। সেই কারণে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন-মোদির হঠাৎ ক্ষুদিরামে প্রেম! জবাবে তীব্র কটাক্ষ তৃণমূলের

এদিকে লাগাতার বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। তবু জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি ছিল। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আর উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়বে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

Latest article