সায়ন আরও গোল করতে চান, চলে এলেন হামিদ

উচ্ছ্বাসে ভাসতে চান না বিএ-র প্রথম বর্ষের ছাত্র। বরং কলকাতা লিগের প্রতি ম্যাচে ভাল খেলে এবং গোল করে সিনিয়র দলে নিয়মিত হতে চান সায়ন।

Must read

প্রতিবেদন: কলকাতা ডার্বির নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায় মাটিতে পা রেখেই এগোতে চাইছেন। আসানসোলের ছেলে ২২ বছরের উইঙ্গার কলকাতা লিগের ডার্বিতে গোল করে এবং করিয়ে ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন। দলকে জিতিয়ে প্রচুর অভিনন্দনবার্তা পেয়েছেন ডার্বির নায়ক। বাবা-মাকে গোল উৎসর্গ করেছেন। কসবায় ইস্টবেঙ্গলের আবাসিক অ্যাকাডেমিতেই বন্ধু সতীর্থদের সঙ্গে কাটান সায়ন। উচ্ছ্বাসে ভাসতে চান না বিএ-র প্রথম বর্ষের ছাত্র। বরং কলকাতা লিগের প্রতি ম্যাচে ভাল খেলে এবং গোল করে সিনিয়র দলে নিয়মিত হতে চান সায়ন।
সিনিয়র দলের হয়ে আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে মোট ছ’টি ম্যাচ খেলেছেন সায়ন। দু’টি প্রতিযোগিতাতেই ডার্বি খেলেছেন পরিবর্ত হিসেবে। তবে সিনিয়র দলের হয়ে ডার্বিতে গোল পাননি। ফোনে সায়ন বললেন, শুধু ডার্বি নয়। কলকাতা লিগের সব ম্যাচেই ভাল খেলতে হবে। তবেই আমি নিয়মিত সিনিয়র দলের হয়ে আইএসএলে খেলতে পারব। অনেক বেশি গেম টাইম পাব।

আরও পড়ুন-আজ ডুরান্ডে ডায়মন্ড হারবার, মহামেডানকে হালকাভাবে নিচ্ছি না : কিবু

আরএফডিএলে মোহনবাগানের জালে বল জড়িয়েছেন। শনিবার আরও একবার। দুটো ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল। তবে সায়ন এগিয়ে রাখলেন কল্যাণীর গোলটিকেই। নেইমারের ভক্ত লাল-হলুদের ডার্বি হিরো। সায়ন বলছিলেন, আমার পজিশন লেফট উইং। নেইমারও লেফট উইংয়ে খেলে। তাই আমি তাঁকে দেখে শেখার চেষ্টা করি। ড্রিবলিং, একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বিপক্ষ ফুটবলারকে পরাস্ত করার জন্য অনুশীলন করি। গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করতেও পছন্দ করি। দলের জয়টাই আসল।
দু’দিন বিশ্রামের পর রবিবার সিনিয়র দল ডুরান্ডের প্রস্তুতিতে নামে। সাউথ ইউনাইটেড ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন বিষ্ণু। তিনি এদিন অনুশীলনে ছিলেন। এদিকে, ইস্টবেঙ্গলের নতুন মরোক্কান ফরোয়ার্ড হামিদ আহদাদ রবিবার শহরে চলে এলেন।

Latest article