সংবাদদাতা, রায়গঞ্জ : ২৫ হাজার ছাত্রকে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ছাত্র সপ্তাহ চলাকালীন দেওয়া হবে কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজ, পলিটেকনিক কলেজ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্প করে কাজ করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন : অর্থ মন্ত্রকের কাছে নিম্নলিখিত বিষয়ে তথ্য চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
তাঁর নির্দেশ মতোই সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ড হেল্প ডেস্ক-এর সূচনা হয়। জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য ছাত্র যাতে সহজেই পান তাই চালু হয়েছে হেল্প ডেস্ক। প্রতি সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পে ১০টা থেকে ৪টা পর্যন্ত এই হেল্প ডেস্ক কাজ করবে।’ ইতিমধ্যেই অনেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় এসছেন। উচ্চশিক্ষায় আগ্রহী আরও ছাত্রছাত্রীকে এই ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করা হবে৷ কীভাবে ছাত্রছাত্রীরা এই কার্ডের জন্য আবেদন করবে এবং কী কী প্রয়োজন তা সব কিছুই এই হেল্প ডেস্কের মাধ্যমে জানতে পারবে তারা। রাজ্য সরকারের উদ্যোগে লকডাউনের সময় শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বাড়ি-বাড়ি গিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধার বিষয়ে তাদের বুঝিয়েছে। করোনাকালে লকডাউনের ফলে দীর্ঘদিন পর সরকারি নির্দেশে খুলেছে স্কুল। কিন্তু দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীরা অনেকেই আসতে চাইছে না। সরকারি প্রকল্পের বিষয়েও অনেকে ওয়াকিবহাল নয়। তাদের সুবিধার্থেই এই হেল্প ডেস্কের ভাবনা।