অপারেশন সিঁদুর: আলোচনার আগে রণকৌশল ঠিক করতে বিরোধী-বৈঠক

সোমবার অপারেশন সিঁদুর নিয়ে লোকসভার আলোচনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন।

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বিরোধী দলগুলির রণকৌশল ঠিক করতে সোমবার সকাল ১০টায় বৈঠক করবেন বিরোধী শিবিরের ফ্লোর-লিডাররা। মোদি সরকারের উপরে চাপ তৈরি করতেই পরবর্তী কৌশল কী হবে তা নিয়ে কথা বলবেন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সপা, আরজেডি নেতারা। বাদল অধিবেশনে মোদি সরকারের জনবিরোধী নানা পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই সরব তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটভুক্ত দলগুলি। সংসদের প্রথম সপ্তাহে তাদের কৌশলগত পদক্ষেপেই তা স্পষ্ট। সেক্ষেত্রে বাকি সংসদ অধিবেশনের রণকৌশল ঠিক করতে সোমবার সকালে বিরোধী শিবিরের ফ্লোর লিডাররা আগে বৈঠকে মিলিত হবেন। অপারেশন সিঁদুর পরবর্তী সংসদের অধিবেশনে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা তৃণমূল সহ বিরোধী শিবিরের অন্যতম ইস্যু হবে বলে ইতিমধ্যেই স্থির হয়েছে। বিরোধীদের দাবি, তড়িঘড়ি নিবিড় সমীক্ষার নামে বিহারে ৫৬ লক্ষ নাম বাদ নিয়ে সংসদে আলোচনা করতেই হবে মোদি সরকারকে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন দফতর ঘেরাও কর্মসূচির পরিকল্পনা করছে ইন্ডিয়া ব্লকের দলগুলি। এই মর্মে সোমবারও কথা বলবেন বিরোধী সাংসদরা। নিবিড় সমীক্ষা নিয়ে তৃণমূল, কংগ্রেস, সপা, আরজেডি ও ডিএমকে আলোচনার দাবিতে লোকসভা ও রাজ্যসভায় নোটিশ দিয়েছে। এর পাশাপাশি তৃণমূলের অন্যতম ইস্যু হল ভাষা সন্ত্রাস, বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদের উপরে অত্যাচার, বাংলার উন্নয়ন খাতে অর্থ বকেয়া। এসব বিষয়ে আলোচনার দাবিতে সোচ্চার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আরও পড়ুন-লজ্জাও করে না এদের !

সোমবার অপারেশন সিঁদুর নিয়ে লোকসভার আলোচনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। পহেলগাঁও জঙ্গি হামলার পঞ্চান্ন দিনের মাথায় অভিষেকের পাঁচ প্রশ্নবাণে এমনিতেই ল্যাজেগোবরে অবস্থা হয়েছে মোদি সরকারের। ইন্ডিয়া ব্লকের ভার্চুয়াল বৈঠকেও অভিষেক অপারেশন সিঁদুর নিয়ে সরকারের জবাব চাওয়ার দাবি জানান। তাঁর এই বক্তব্যে সহমত হন বিরোধী নেতারা। সিঁদুর নিয়ে আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সপা সুপ্রিমো অখিলেশ যাদব, ডিএমকের কানিমোজি বক্তব্য রাখবেন। কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী ও তিনজন ক্যাবিনেট মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং এস জয়শংকরের বক্তব্য রাখার কথা। আলোচনা শেষে সেনাবাহিনীর কৃতিত্বকে কুর্নিশ জানাতে সর্বসম্মত প্রস্তাব পাশ করাতে সরকারের উপর চাপ তৈরি করতে পারে বিরোধীরা।

Latest article