প্রতিবেদন: দুর্নীতির দায়ে বিচারপতির পদ থেকে যশবন্ত ভার্মাকে অপসারণ ইস্যুতে সংসদে সব দল ঐকমত্য হলেও এখনও আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব পাশ হয়নি। এরই মধ্যে শীর্ষ আদালতে সোমবার উঠতে চলেছে বিচারপতি ভার্মাকে সরানোর মামলা। বিচারপতি ভার্মা নিজের বিরুদ্ধে ইনহাউস তদন্ত প্রক্রিয়ার বিরোধিতা করে যে মামলা দায়ের করেছিলেন সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানি সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মসিহর বেঞ্চে।
আরও পড়ুন-বিমান সুরক্ষায় আপস? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নিয়ে জালিয়াতির অভিযোগ
ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে বিচারপতি ভার্মাকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন শাসক ও বিরোধী উভয় সাংসদরা। লোকসভায় স্পিকারের কাছে বিজেপি সাংসদদের একাংশ এই দাবি পেশ করেছেন। সেই বিষয়ে সোমবার আলোচনারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্যসভায় বিরোধী সাংসদরা এই দাবি পেশ করেছিলেন চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে। তিনি সেই দাবি আলোচনার জন্য গ্রহণ করেছিলেন। কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে তাঁর পদত্যাগের পর ফের রাজ্যসভায় নতুন করে প্রস্তাব আনতে হবে। এরই মধ্যে দেশের সাংবিধানিক ক্ষেত্রে বিচারপতি যশবন্ত ভার্মার অপসারণ ইস্যু একটি গুরুত্বপূর্ণ মামলা বলে দাবি করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তাই মামলার দ্রুত শুনানির আর্জি করা হয়। সেই সঙ্গে উল্লেখ করা হয়, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি যশবন্ত ভার্মার অপসারণের পক্ষে পর্যবেক্ষণে জানিয়েছিলেন। আবেদনের প্রেক্ষিতে সোমবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।