সংবাদদাতা, মালদহ : আগামী ফাল্গুনে আর হবে না রেশম চাষ। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় কয়েক দশক ধরে তিলে তিলে গড়া উন্নত পদ্ধতিতে রেশম চাষ আজ ধংসের মুখে। সৌজন্যে কেন্দ্রীয় রেশম পর্ষদ। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় বন্ধ হতে বসেছে জাপানি পোলু পোকার চাষ। কেন্দ্রীয় সরকারের এই উদাসীনতায় চরম বিপাকে পড়েছেন মালদহ জেলার রেশম চাষীরা। উন্নত মানের রেশম উৎপাদনের জন্য রাজ্য সরকারের উদ্যোগে জাপানি পোলুপোকার চাষ শুরু হয়।
আরও পড়ুন : অর্থ মন্ত্রকের কাছে নিম্নলিখিত বিষয়ে তথ্য চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পোকা চাষের প্রশিক্ষণও দেওয়া হয় চাষিদের। কিন্তু কেন্দ্রীয় রেশম পর্ষদের উদাসীনতায় কিছুদিন যেতে না যেতেই সমস্ত উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। ফলে সংকটে পড়তে হয় রেশম চাষের সঙ্গে জড়িত লক্ষাধিক পরিবারকে। এমন অবস্থায় আর জাপানি পোলুপোকার চাষ করতে চাইছেন না রেশম চাষিরা। কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক নাজিম সেখ জানান, মালদহ তথা কালিয়াচকের অর্থনীতি রেশম চাষের উপর নির্ভরশীল অথচ বিগত ২ বছর ধরে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে। ফলে বঞ্চিত হচ্ছেন রেশম চাষীরা। জেলার প্রায় ৬৬ হাজার পরিবার রেশম চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত৷ গোটা রাজ্যে এই সংখ্যাটি প্রায় এক লক্ষ৷ রাজ্য সরকারের উদ্যোগে ২০১৯-’২০ অর্থবর্ষে রেশম চাষ ও উৎপাদনের বিশেষ স্কিমে উন্নত জাতের জাপানি পলু পোকার চাষ-সহ বেশ কয়েকটি প্রকল্প রূপায়ণ করা হয়৷ তারপর থেকেই কেন্দ্রীয় রেশম পর্ষদ ও রেশম বিভাগ প্রায় বেশির ভাগ প্রকল্পে টাকা বরাদ্দ বন্ধ করে দেয় বলে অভিযোগ। ফলে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচক এলাকার হাজার হাজার রেশম চাষী বিপাকে পড়েছেন।