প্রতিবেদন : ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) জানিয়ে দিলেন, নয়া বাঁধ তৈরি করবে রাজ্য সরকার। রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা কোনও কথা শোনে না। একবছর দেখব, এর মধ্যে ড্রেজিং না করলে ওই বাঁধের সামনেই বাঁধ তৈরি করব। যাতে ওদের জল ওখানেই থাকে। যতক্ষণ না কারও গায়ে লাগছে ততক্ষণ কেউ কিছু করে না। বারবার বলা সত্ত্বেও রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে ডিভিসি। এতে বানভাসি হয় বাংলার অনেকাংশ। বহুবার বলার পরেও এই চিত্রনাট্যের বদল হয়নি। এই পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী (Mamata banerjee)। তিনি বলেন, ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে। তাঁর অভিযোগ, ২০ বছর ধরে ড্রেজিং করেনি ডিভিসি। ঠিকমতো ড্রেজিং হলে ৪ লক্ষ কিউসেক জল বেশি ধরে রাখতে পারত।
আরও পড়ুন- পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ, বীরভূমে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী