শৈলেন্দ্র কুমার, নয়াদিল্লি : লোকসভার স্পিকার ওম বিড়লা সঙ্গে দেখা করবেন ? ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয় ? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্ট ঘিরে যখন এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজধানীর বুকে, তখন প্রায় মাঝরাতে অমিত শাহ ও জগৎপ্রকাশ নাড্ডার বাড়িতে গেলেন বাবুল।
বিশ্বস্ত সূত্রের খবর, শনিবার প্রায় মাঝরাতে নিজে গাড়ি চালিয়ে গিয়ে শাহ এবং নাড্ডা সঙ্গে দেখা করেন বাবুল। দলের দুই শীর্ষ নেতা তাঁকে তার মত পরিবর্তনের অনুরোধ করেন। এর ফলে তাঁর সুর কিছুটা নরম বলেও জানাচ্ছে বাবুলের ঘনিষ্ঠ মহল। তবে সোমবার সকালে তিনি সংসদে গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ব্রোঞ্জ পদক জয়ী পিভি সিন্ধুকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী
বিজেপি’র সদর দপ্তর ৬-এ, দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দলের যা অবস্থা তা নিয়ে এমনিতেই বিড়ম্বনার মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তার উপর বাবুল সুপ্রিয়র দল থেকে সরে যাওয়া, সাংসদ পদ ছাড়া এবং রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণায় কার্যত তিতিবিরক্ত দলের শীর্ষ নেতারা। পশ্চিমবঙ্গে তথা গোটা দেশে বিজেপি’র মুখ বাঁচাতে তাই বাবুলকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা।
উল্লেখ্য, শনিবার বিকেলে ফেসবুকে প্রথমে দল ছাড়ার সিদ্ধান্ত পরে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া এবং দিল্লিতে মন্ত্রী হিসেবে তার পাওয়া বাংলোটি আগামী এক মাসের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়। নিজের সেই পোস্ট বারবার এডিট করেছেন। যার ফলে বিতর্ক আরও বেড়েছে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে রেখেই কলকাতা প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ করল আইএফএ
ওই ঘটনায় নানা মহলে প্রশ্ন উঠেছে, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এইভাবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করছেন কেন ? সংসদে বাদল অধিবেশন চলছে। তিনি দিল্লিতেই রয়েছেন। ইস্তফা দিতে চাইলে করোনা পরিস্থিতির মধ্যে সংসদে না গিয়েও ইমেল মারফৎ স্পিকারকে চিঠি লেখাই যথেষ্ট। এতো কিছু সত্বেও এসবের কোনো কিছু না করেই বাবুল শুধুমাত্র ফেসবুক পোস্ট করে বাজার গরম করছেন। এবং তারপর দলের দুই শীর্ষ নেতার সঙ্গে গোপনে দেখাও করেছেন। সোজা পথে না হেঁটে ফেসবুক পোস্ট এবং বারবার তা সংশোধন করে নানা মহলে জল্পনার জন্ম দিয়েছেন তিনি। এই ঘটনায় বিজেপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের নমুনা যেভাবে বেআব্রু হয়েছে তাতে বাবুলের উপর চরম ক্ষুব্ধ দলের সব শিবিরই।