সংবাদদাতা, আলিপুরদুয়ার : বিজেপির বাংলা-বিদ্বেষের বিরুদ্ধে রাজ্যজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। দিনহাটার উত্তম ব্রজবাসী, মাথাভাঙার নিশিকান্তের মতোই আলিপুরদুয়ারেরই এক বাসিন্দা জটেশ্বরের অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম। কোচবিহারের প্রতিবাদ সভায় নিশিকান্ত এবং উত্তমকুমার যোগ দিয়ে অসমের বিজেপি সরকারকে কড়া জবাব দিয়েছেন। আলিপুরদুয়ারের জটেশ্বরের মিছিলে অঞ্জলি শীলও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন-কেউ আসেনি, ঝুঁকি নিয়ে ভাল্ব জুড়লেন সহ-চালক
নোটিশ পেয়েই তিনি জানিয়েছিলেন, ভয় পাই না। মুখ্যমন্ত্রী পাশে আছেন। এদিকে, গত শনিবার একেবারে অসম সীমানার পাকড়িগুড়িতে বিক্ষোভ মিছিল ও সভা করে অসম সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। এবার সেই আন্দোলনকে জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে জেলা জুড়ে কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল। ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, মঙ্গলবারের মিছিলে পাঁচ হাজার মানুষ এনআরসির বিরুদ্ধে পথে নামবে।