সংবাদদাতা, শিলিগুড়ি : আঠাশে অগাস্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশকে ঘিরে শিলিগুড়িতে প্রস্তুতিসভা। এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষা, সংবর্ধনা ও দেশপ্রেম নিয়ে আলোচনা করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আগামী আঠাশে অগাস্ট অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ।
সেই সমাবেশকে সফল করে তুলতে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোমবার একটি প্রস্তুতিসভার আয়োজন করা হয় শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকের একটি হোটেলে। প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি সংগঠনের ছাত্র-ছাত্রী ও নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন সমাবেশে অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি ও যুব সমাজের বৃহত্তর ভূমিকা নিয়ে। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদার, দার্জিলিং জেলা টাউন তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি বিশ্বজিৎ সরকার-সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব। আঠাশে অগাস্টের সভার জন্য ইতিমধ্যে পোস্টার প্রকাশ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সভায় তাদের দিকনির্দেশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।