প্রতিবেদন : মোহনবাগান ট্রফি জিতলে কেন তা সঙ্গে সঙ্গে ক্লাব তাঁবুতে আসে না? সিনিয়র দল খেতাব জিতলে কেন ট্রফি দিন কয়েক পর ক্লাবে আসে এবং সেই ট্রফি ক্লাবে শোভা পায় মাত্র দিন তিনেকের জন্য। যা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় ক্লাব কর্তাদের। প্রতিবেশী ক্লাবের কটাক্ষও শুনতে হয় সবুজ-মেরুন জনতাকে। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে অগণিত সমর্থকদের হয়েই ক্লাবের নতুন সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোসের কাছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Minister Aroop Biswas) অনুরোধ, ট্রফি জিতলে তা যেন প্রথমেই ক্লাবে আসে সেটা নিশ্চিত করা হোক। শুধু তাই নয়, বাংলার মহিলা ফুটবল এগোচ্ছে। আগামী বছর কন্যাশ্রী কাপে মোহনবাগানের মহিলা ফুটবল দল নামানোর জন্যও ক্লাব সচিব ও সভাপতির কাছে অনুরোধ করলেন ক্রীড়ামন্ত্রী।
আরও পড়ুন-হেল্পলাইনে ফোন করে রেহাই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পরিযায়ীদের
অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas) বললেন, ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি মোহনবাগান সভাপতি ও সচিবের কাছে আমি দু’টি অনুরোধ করব। এক, আগামী বছর কন্যাশ্রী কাপে আমি মোহনবাগান টিমকে দেখতে চাই। বাংলার মেয়েরা এবার ভারতসেরা হয়েছে। হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল এই সাফল্য পেয়েছে। কিন্তু মোহনবাগানকে কন্যাশ্রী কাপে খেলতে হবে। এটা আমার অনুরোধ। আমি বাংলার ফুটবলের সমর্থক। একটা সময় আমি দুটো মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। আমার দ্বিতীয় অনুরোধ, চ্যাম্পিয়ন হলে ট্রফি যেন ক্লাবে আসে। ঢাকঢোল পিটিয়ে সবাই মিলে মোহনবাগানের চ্যাম্পিয়নের ট্রফিটা আমরা যেন ক্লাবে নিয়ে আসতে পারি। ক্রীড়ামন্ত্রীর এই অনুরোধের পর ভরা নেতাজি ইন্ডোর গমগম করে ওঠে সমর্থকদের গর্জনে। স্টেডিয়াম মুখোরিত হয় ক্রীড়ামন্ত্রীর ‘জয় মোহনবাগান’ স্লোগানে।
ক্রীড়ামন্ত্রী অনুরোধ করলেও বিষয়টি পুরোপুরি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির এক্তিয়ারে। তবে মোহনবাগান দিবসের মঞ্চেই ক্রীড়ামন্ত্রীর অনুরোধ মেনে কাজ করার আশ্বাস সমর্থকদের দিলেন সভাপতি দেবাশিস দত্ত। তিনি বললেন, সৃঞ্জয় ও আমার পক্ষ থেকে এটুকু আপনাদের কথা দিতে পারি, অরূপদা যে দু’টি অনুরোধ রাখলেন তা বাস্তবায়িত করতে আমরা আপ্রাণ চেষ্টা করব। তবে ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা তা করতে পারব।