সিকিমে বৃষ্টি-ধসের দোসর ভূমিকম্প! আতঙ্কে বাসিন্দারা

Must read

বৃষ্টি-ধসের মধ্যে সিকিমে (Sikkim) দোসর ভূমিকম্প। বুধবার সকালে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে ১৪৬ কিলোমিটার দূরে। সিকিমজুড়ে আবার কম্পন অনুভূত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এদিকে দার্জিলিং এবং সিকিমে (Sikkim) একনাগাড়ে বৃষ্টির জেরে তিস্তার জলস্তর খুব বেশি হয়ায় তিস্তা বাজার রাস্তায় উঠে আসে। তিস্তার জল রাস্তায় এসে পড়ায় কালিম্পং-দার্জিলিংয়ের রাস্তা বন্ধ। অনেক জায়গায় ভূমিধসের কারণে NH10 বন্ধ। তিস্তা বাজারের মানুষ আতঙ্কে। সিকিমে সিংতামের রাস্তায় ফাটল। সমস্যার সম্মুখীন পর্যটকরা। যানবাহন চলাচলে সমস্যা। লাভা হয়ে কালিম্পং ঘুরে যাওয়ার পথ খোলা রয়েছে। ওদিকের পর্যটকরা অধিকাংশ গন্তব্য বদল করে দার্জিলিংয়ের দিকে যাচ্ছেন। এখন পর্যটকদের সংখ্যা অনেকটাই কম।

আরও পড়ুন-বিজেপির বাংলা বিদ্বেষ, রেহাই নেই কার্গিল-সেনা পরিবারেরও

অন্যদিকে সিকিমের জন্য HN10 লাইভ লাইনটিও বন্ধ করে দেওয়া হয়েছে। বিরিক দারাতে অনেক জায়গায় ভূমিধসের কারণে রাস্তা পরিষ্কারের কাজ রাত থেকে শুরু হয়েছে। গত ৩ দিন ধরে দার্জিলিং এবং সিকিমে কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।

Latest article