”বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশ দলিত মা-বোনেদের জন্য নরক” পরিসংখ্যান তুলে সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এই মুহূর্তে দলিত (Dalit) নারী ও শিশুদের জন্য নরককুণ্ডে পরিণত হয়েছে।

Must read

বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এই মুহূর্তে দলিত (Dalit) নারী ও শিশুদের জন্য নরককুণ্ডে পরিণত হয়েছে। পরিসংখ্যান তুলে এবার সরব তৃণমূল কংগ্রেস। সমীক্ষায় দেখা গিয়েছে মধ্যপ্রদেশে পাঁচ বছরে ৩৪ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে যা আগের তুলনায় বেড়েছে ১৯ শতাংশ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এই বেড়ে চলা নারীধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। সরকারি রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে রাজ্যে ৩৪ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪ শতাংশ নির্যাতিতাই পিছিয়ে পড়া শ্রেণির।

আরও পড়ুন-প্রতিবেশীকে হাসপাতালে নিয়ে গিয়ে বিজেপি রাজ্যে ৩৯৫ দিন জেল ব্যক্তির

উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীনির্যাতন ও নারীধর্ষণের ঘটনা গত কয়েকবছরে মারাত্মক আকারে বেড়েছে। পুলিশের প্রতি মানুষের ভয় কমে যাওয়া এবং অপরাধীদের মাথার উপর প্রশাসনের হাত থাকার ফলেই ধর্ষণের ঘটনা বাড়ছে বলে মনে করছে শুধুমাত্র রাজনৈতিক মহল নয় স্থানীয় বাসিন্দারাও। মধ্যপ্রদেশে বিধানসভায় সরকারের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল যা রীতিমতো ভয়ের কারণ হয়ে উঠেছে।

আরও পড়ুন-সিকিমে বৃষ্টি-ধসের দোসর ভূমিকম্প! আতঙ্কে বাসিন্দারা

এই মর্মে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফে ক্ষোভপ্রকাশ করে লেখা হয়, ”বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশ এখন দলিত মা-বোনেদের জন্য হয়ে উঠেছে নরক। মধ্যপ্রদেশে দিনে গড়ে ৭ জন তফসিলি জাতি ও উপজাতি মহিলা ধর্ষণ হচ্ছেন।
বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে নারী নিরাপত্তার চিত্র ভয়াবহ। রাজ্য বিধানসভাতেই স্বীকার করেছে সরকার—
➡️ ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ৭,৪১৮ জন তফসিলি জাতি ও উপজাতি মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং ৫৫৮ জন খুন হয়েছে
➡️ শেষ তিন বছরে ৪৪,৯৭৮ জন তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে
➡️ দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের তালিকায় একাধিকবার শীর্ষে থেকেছে মধ্যপ্রদেশ
এরা কোন মুখে নারী সুরক্ষার কথা বলে? বেটি বাঁচাও বেটি পড়াও এখন প্রহসন ছাড়া আর কিছুই নয়।”

Latest article