ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথমে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান

Must read

কলকাতার ধাপা ডকপাউন্ড-এ প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন। বুধবার, দুপুর তিনটে নাগাদ ই এম বাইপাসের ধারে সায়েন্স সিটির (Science city) কাছে প্রায় ২ হাজার স্কোয়ার ফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন লাগার মিনিট ২০-২৫-এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও প্রগতি ময়দান থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়।

আরও পড়ুন-১৫ বছরেই বেহাল দশা! ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি মিটার ঘর থেকে আগুন লেগেছে। শর্ট সার্কিট হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। প্লাস্টিকের গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে। এদিনের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনই স্পষ্ট নয়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক, যার ফলে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়েই। তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

Latest article