বাংলার ২জন ভোটারের নাম বাদ দিয়ে দেখুক! নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও

Must read

বিজেপি বলে বেড়াচ্ছে বাংলা থেকে ২২কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে! এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। একই সঙ্গে কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ২ কোটি দূর বাংলার ২জন ভোটারের নাম বাদ দিয়ে দেখুক, কত ধানে কত চাল বুঝিয়ে দেব।

আরও পড়ুন-বুধবার মহাকাশে পাড়ি দেবে ভারত-আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ ‘নিসার’

বুধবার, সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নর উত্তরে তৃণমূল সাংসদ বলেন, এখন বাংলায় SIR হবে কি না তার ঠিক নেই, আর বিজেপি নেতারা বলে বেড়াচ্ছেন বাংলা থেকে ২কোটি ভোটারের নাম বাদ যাবে। এর পরেই অভিষেক প্রশ্ন তোলেন, একথা কি নির্বাচন কমিশন বলছে? না বিজেপি বলছে। তারা কীকরে জানল! আর কমিশনের তরফে কোনও প্রতিবাদে নেই!

তীব্র আক্রমণ করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিরোধীরা কিছু বললে নির্বাচন কমিশন বলবে, তাদের কলুষিত করা হচ্ছে। অথচ বিজেপি এই কথা রটাচ্ছ। তাদের কিছু বলছে না।

আরও পড়ুন-প্রধান শিক্ষকের লালসার শিকার নাবালিকা! ৩ মাসের গর্ভবতী নবম শ্রেণির ছাত্রী

এই প্রসঙ্গেই বুধবার অভিষেক বলেন, এসআইআরের নামে নির্বাচন কমিশন দেশের নাগরিকদেরও নাম বাদ দিচ্ছে৷ কুকুর, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে৷ মানুষ ভোট দিতে পারবে না৷ যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সরকার তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে৷ বিহারের মানুষ এর জবাব দেবে৷ সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ বাংলায় এরা চেষ্টা করবে৷ অনেক লাফাবে৷ লাভ হবে না৷ তৃণমূল কংগ্রেসের প্রতি বাংলার মানুষের আস্থা, ভরসা, ভালোবাসা আছে৷ বিগত কয়েক বছরের থেকে অনেক ভাল ফল ২৬-র ভোটে তৃণমূল কংগ্রেস করবে৷ এর পরেই অপারেশন সিঁদুর প্রসঙ্গে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল যে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়েছে, সেখানে দেখবেন ২০২৯ সালের পরে প্রধানমন্ত্রী আর এগোননি৷ উনি ৯০ মিনিটের ভাষণে ২০০ বার নেহেরুর নাম নিয়েছেন৷ আরে মানুষ কংগ্রেসকে ভরসা করেনি বলেই তো বিজেপিকে ক্ষমতায় এনেছিল৷ পহেলগাঁও হয়েছে কার জন্য? কে দায়ী এই ঘটনার জন্য? আপনারা বাংলাকে কালিমালিপ্ত করেন বলেন বর্ডার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশি ঢোকায়৷ এখানে জম্মু-কাশ্মীর সীমান্ত দিয়ে চার জঙ্গি কীভাবে ঢুকল? প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।

Latest article