প্রতিবেদন : বিজেপি-শাসিত হরিয়ানায় প্রবাসী বাঙালি পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের উপরে অকথ্য অত্যাচার করছে পুলিশ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল হরিয়ানার বিভিন্ন এলাকা ঘুরে সেখানে বসবাসকারী বাঙালি পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিবরণ-সংক্রান্ত একটি রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের সংসদীয় দল।
আরও পড়ুন-জলমগ্ন ঘাটাল, বৈঠকে দেব
বাংলার সাংসদদের পেয়ে হরিয়ানায় বসবাসকারী মুর্শিদাবাদ, কোচবিহার, মালদহ-সহ রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি শ্রমিকেরা জানান, প্রতিদিনই তাঁরা কীভাবে পুলিশি হেনস্থার সম্মুখীন হচ্ছেন৷ তাঁদের পোশাক খুলিয়ে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন রাখছে পুলিশ। বাংলায় কথা বলায় বাংলাদেশি নাগরিক বলে দেগে দেওয়া হচ্ছে। বৈধ আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখার পরেও থামছে না পুলিশের অত্যাচার৷ শ্রমিক পরিবারগুলির অভিযোগ, যে গাড়িতে পুলিশ আধিকারিক ও জওয়ানরা আসছেন সেইসব গাড়ির নম্বর প্লেট নেই, অথচ গাড়িতে নীল বাতি লাগানো আছে! থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হচ্ছে। সেসব কথাই তৃণমূলের পাঁচ সাংসদ প্রতিমা মণ্ডল, বাপি হালদার, প্রকাশ চিক বরাইক, শর্মিলা সরকার ও মমতাবালা ঠাকুরের কাছে জানান তাঁরা। তা রিপোর্ট আকারে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। এরপর নির্দেশ পেলেই এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দরবার করবে তৃণমূল।