SIR-সহ একাধিক বিষয়, বৈঠকে জেলাশাসকদের সশরীরের উপস্থিত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Must read

ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধনী-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ নবান্নে ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকার জন্য নিকটবর্তী জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত সমস্ত তথ্য এবং সাম্প্রতিক কাজকর্মের রিপোর্ট সঙ্গে নিয়েই তাদের আসতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-৮ আগস্ট ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন। রাজ্যে কোন বৈধ ভোটারের নাম সংশোধনীতে বাদ গেলে তা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। জেলা স্তরে যেহেতু জেলাশাসকেরাই নির্বাচনী আধিকারিক হিসেবে এই সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্বে থাকেন সেজন্য তাদের সঙ্গে আজকে মুখ্যমন্ত্রীর এই জরুরি বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Latest article