হায়দরাবাদ বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা

এনসিবি তরফে খবর, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে মহিলার কোনও যোগসূত্র রয়েছে কি না,সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Must read

হায়দরাবাদ (Hyderabad) বিমানবন্দরে এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার হল ৪০০ কেজি গাঁজা। বুধবার সকালে হায়দরাবাদ বিমানবন্দর থেকে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মহিলার থেকে যে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে তার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, গোপনসূত্রে খবর পেয়ে তদন্তকারীদের একটি দল সকালে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায়। এরপরেই এক মহিলা যাত্রীকে আটক করে এনসিবি-র আধিকারিকরা। তাঁর দুটি ব্যাগে তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক (হাইড্রোপনিক গাঁজা) উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু শিশুকন্যার, গিরিশ পার্কে চাঞ্চল্য

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলা ব্যাংকক থেকে মাদক নিয়ে আসছিলেন। সরাসরি ব্যাংকক থেকে ভারতে এলে বিপদ বাড়বে ভেবেই তিনি দুবাই হয়ে দেশে ফেরেন। সূত্রের খবর, এর আগেও বহুবার ব্যাংকক ফেরত যাত্রীদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। তাই এবার রাস্তা বদল করে ভারত আসেন অভিযুক্ত মহিলা। এনসিবি তরফে খবর, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে মহিলার কোনও যোগসূত্র রয়েছে কি না,সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ভারতে এবং থাইল্যান্ডে তাঁর মাদকচক্রের কোনও যোগাসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও মাথায় রাখছে গোয়েন্দারা।

Latest article