উত্তরবঙ্গের প্লাবন সামলাতে একাধিক নির্দেশ মুখ্যসচিবের

আগামী দুদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা। আর সেই আশঙ্কায় বৃহস্পতিবার বিশেষ বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

Must read

প্রতিবেদন : আগামী দুদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা। আর সেই আশঙ্কায় বৃহস্পতিবার বিশেষ বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তিস্তা-সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়তে থাকায় নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই কারণেই মুখ্যসচিব উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব দুষ্মন্ত নারিয়ালাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর— এই ছয় জেলার জেলাশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দার্জিলিং পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ডুয়ার্স ও সংলগ্ন অঞ্চলে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে কিছু জেলায়।

আরও পড়ুন-দুর্গাপুজোর অনুদান বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তিস্তা নদীর জলস্তর ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়ে গিয়েছে। গত বছর গ্লেসিয়ার ফেটে তিস্তা প্লাবনে বিধ্বস্ত হয়েছিল সিকিম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই স্মৃতি এখনও টাটকা। এ-বছরও একটানা বৃষ্টিতে নদীর তীরে থাকা বসতিগুলো ঝুঁকিতে রয়েছে। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার দরুণ ইতিমধ্যেই নিচু এলাকাগুলি প্লাবিত হতে শুরু করেছে। জলপাইগুড়ি ও মালবাজারের কিছু অঞ্চলে নদীবাঁধের পরিস্থিতি নিয়ে চিন্তায় প্রশাসন। তাই মেখলিগঞ্জ, ক্রান্তি, সালুগোড়া থেকে ইতিমধ্যেই একাধিক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রয়োজনে আরও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জেলাশাসকদের বলা হয়েছে, নিচু এলাকা চিহ্নিত করে আগামভাবে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে। প্রতিটি ব্লকে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, বিশুদ্ধ জল, ওষুধ ও ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে উদ্ধারকারী দল, নৌকা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ওই দিন ভারী থেকে অতি-ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার ও সোমবারের জন্য। ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়।

Latest article