প্রতিবেদন : তৃণমূলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আগামী ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। প্রাথমিকভাবে এই বৈঠকের জন্য ৮ অগাস্টে দিন নির্ধারণ করা হলেও তা এগিয়ে ৫ তারিখ করা হয়েছে। ওইদিন বিকেল চারটের ভার্চুয়াল বৈঠকে দলের সব নির্বাচিত জনপ্রতিনিধি তথা সাংসদ, বিধায়ক, কর্পোরেশনের মেয়র, , ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে যোগ দিতে বলা হয়েছে সাংগঠনিক স্তরে মাদার ও সব ফ্রন্টাল-এর রাজ্য সভাপতি, মাদারের রাজ্য কমিটি, জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, পুরসভার কাউন্সিলরদেরও।
আরও পড়ুন- ফের বিজেপি রাজ্যে খুন বাংলার শ্রমিক!