এনআরসি নোটিশ, দীপঙ্করদের নিয়ে প্রতিবাদের ঝড় কোচবিহারে

Must read

সংবাদদাতা, কোচবিহার : গায়ের জোরে একের পর এনআরসি (NRC) নোটিশ পাঠাচ্ছে অসমের বিজেপি সরকার। বিজেপির বাংলা-বিদ্বেষ, এনারসি নোটিশের প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ইতিমধ্যেই গর্জে উঠেছে গোটা রাজ্য। শুক্রবার প্রতিবাদের ঝড় উঠল কোচবিহারে। এনআরসির নোটিশ পাওয়া দীপঙ্কর সরকার যোগ দিলেন তৃণমূলের প্রতিবাদ-মিছিলে। নেতৃত্ব দেন জেলাসভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূল নেতৃত্ব ছাড়াও এই মিছিলে পা মেলান অসংখ্য সাধারণ মানুষ। প্রসঙ্গত, বৃহস্পতিবার মোমিনা বিবির পর এবার অসম সরকারের এনআরসির (NRC) নোটিশ পেলেন তুফানগঞ্জ ২ ব্লকের রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকার। অসম ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। অসম সরকারের তরফে একের পর এক এনআরসির নোটিশ পাচ্ছেন এই বাংলার বাসিন্দারা। শুক্রবার বিষয়টি জানাজানি হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এদিনও ওই পরিবারের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন অসমের বিজেপি সরকার যতই হয়রানি করুক তাতে কোনও লাভ নেই। আমরা এই পরিবারগুলির পাশে আছি।

আরও পড়ুন-বিরোধীরা নিশ্চিহ্ন, খেজুরিতে সমবায় ভোটে জয়ী তৃণমূল

Latest article