প্রতিবেদন : আজ, শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে রাজ্য সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনমুখী এই প্রকল্প নিশ্চিতভাবেই আলোড়ন সৃষ্টি করতে চলেছে। এক্ষেত্রেও মানুষের কাছে পৌঁছবে সরকার। তবে এই প্রকল্পে জোর দেওয়া হয়েছে পাড়া-গ্রাম-অঞ্চল-ব্লকের ছোট ছোট সমস্যা দ্রুত সমাধানের ওপর। দিনকয়েক আগে এই কর্মসূচি ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য, রাজ্যের ৮০ হাজার বুথে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যাগুলির দ্রুত সমাধান। সেইমতো বুথপিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন-ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে আজ-কাল গান্ধীমূর্তির তলায় মহিলাদের ধরনা
এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৮ হাজার কোটি টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন কাজের জন্য কীভাবে টাকা খরচ হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট বুথের বাসিন্দারাই। স্থানীয় মানুষদের মতামতের ভিত্তিতেই হবে প্রকল্প নির্বাচন। উল্লেখ্য, তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প হবে। সপ্তাহে একদিন এই ক্যাম্প বসবে। আগামী দু’মাস এই কর্মসূচি চলবে। গোটা বিষয়টি নিয়ে বুধবার নবান্নে সব জেলাশাসকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই জেলাশাসকদের হাতে তুলে দেওয়া হয়েছে নির্দেশিকা। ইতিমধ্যেই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক কোন কোন বিষয়ে এই প্রকল্পের আওতায় কাজ হবে। প্রতিটি বুথে স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া হয়েছে। এই প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার প্রতিটি কোনায় সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার সমাধান করা। মানুষের পাশে থাকা। বাংলার মানুষকে উপলব্ধি করানো মা-মাটি-মানুষের সরকার তাঁদের পাশে আছে।