প্রতিবেদন : জগদীপ ধনকড়ের পদত্যাগের পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দেশের ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোটা দেশে ভোটাধিকার প্রয়োগ করা যাবে। ওইদিনই নির্বাচনী গণনা হবে। স্থির হয়ে যাবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি।
আরও পড়ুন-নকল ওষুধের কোনও তথ্যই নেই, সংসদে স্বীকার মন্ত্রীর
আগামী ৭ অগাস্ট জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নের জন্য ধার্য করা হয়েছে ১৪ দিন। অর্থাৎ ২১ অগাস্ট পর্যন্ত এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে। ২২ অগাস্ট মনোনয়নপত্রগুলির যাচাইকরণ হবে এবং ২৫ অগাস্টের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।