প্রতিবেদন : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে রীতিমতো নাজেহাল মোদি সরকার। সংসদে বেআব্রু হয়ে গেল গেরুয়ার সরকারের আসল রূপ। ডবল ইঞ্জিন রাজ্য হলেই দেদার প্রকল্প। আর তার থেকে দেদার আর্থিক দুর্নীতির রাস্তা তৈরি করাই কেন্দ্রের মোদি সরকারের একমাত্র লক্ষ্য। ফের একবার তা স্পষ্ট কেন্দ্রীয় প্রকল্প বণ্টনের হিসাব থেকে। বিরোধীশাসিত রাজ্যগুলিতে, বিশেষত বাংলায় যে বঞ্চনাই মোদি সরকারের ধ্যান-জ্ঞান-চিন্তা, আরও একবার তার প্রমাণ মিলল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে৷ কেন্দ্রীয় সরকারের কাছে অভিষেক জানতে চেয়েছিলেন, ১. প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)— এই প্রকল্প শুরু হওয়ার পরে থেকে এর অধীনে কতগুলো বাড়ি তৈরি হয়েছে? এই প্রকল্পের অধীনে তৈরি কতগুলি বাড়িতে এখনও বসবাস শুরু হয়নি?
আরও পড়ুন-রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের সুযোগ দু’দলেরই
২. প্রকল্পের অধীনে বাড়ি তৈরি হয়েছে কিন্তু বিলি হয়নি অথবা বসবাস শুরু হয়নি, এমন বাড়ির সংখ্যা ও তথ্য কি কেন্দ্রীয় সরকারের কাছে আছে? এমনটা হয়ে থাকলে তার কারণ কী?
৩. বাড়ি বিলি-বণ্টনে সমস্যা হলে, পরিকাঠামো সংক্রান্ত তথ্য এবং অন্য কোনও সমস্যা বুঝতে কি কোনও সমীক্ষা বা অডিট করা হয়েছে? হয়ে থাকলে সেখানে কী কী তথ্য সামনে এসেছে?
অভিষেকের প্রশ্নের উত্তরে আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী তোখন সাহুর দাবি, এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে ৬,১৫,১০৫টি বাড়ির অনুমোদন মিলেছে। ৬,০৫,৯৭১টি বাড়ির কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ হয়েছে ৪,৬৫,৫৬১টি বাড়ির কাজ। এর মধ্যে তৈরি হওয়া ৪,৬৪,৮৮১টি বাড়িতে বসবাস শুরু করেছেন উপভোক্তারা। বিজেপিশাসিত রাজস্থানে অনুমোদিত হয়েছে ৩,৩৩,৮১৫টি বাড়ি। ২,৯৪,৬৩৯টি বাড়ির কাজ শুরু হয়েছে। শেষ হয়েছে ২,৩৪,৬৯৮টি বাড়ির কাজ। বসবাস শুরু হয়েছে ২,২৯,৩৬৩টি বাড়িতে। সরকারি পরিসংখ্যানের নিরিখে বাংলার তুলনায় অনেক খারাপ পারফরম্যান্স থাকলেও নিজেদের দলীয় শাসনে থাকা রাজস্থানে আবাস যোজনার টাকা আটকে রাখেনি মোদি সরকার৷ অভিষেকের প্রশ্নের জবাবে কেন্দ্র যা তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এই প্রকল্পের অধীনে কাজের নিরিখে যথেষ্ট ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। তার পরেও কেন কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য বকেয়া টাকা মিলবে না, সেই প্রশ্ন আরও বড় হয়ে উঠে আসছে। এর আগে মনরেগা প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজের ৭৮৮০ কোটি টাকা, সড়ক যোজনা খাতে ৭০০০ কোটি টাকা এবং সমগ্র শিক্ষা অভিযান খাতে ১৫০০ কোটি টাকা বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার৷ বারবার বলা সত্ত্বেও এই টাকা দেওয়া হয়নি৷ এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে আরও একবার স্পষ্ট হল মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণ৷ প্রমাণিত হল, দুরন্ত পারফরম্যান্স করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্র আটকে রেখেছে আবাস যোজনা খাতে বাংলার ন্যায্য প্রাপ্য টাকা৷