প্রতিবেদন: দীর্ঘ ৩৩ বছর হিন্দি ফিল্মি দুনিয়া কাঁপানোর পর এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন মেগাস্টার শাহরুখ খান। সুপার-ডুপার হিট ‘জওয়ান’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসাবে শুক্রবার জাতীয় পুরস্কারের পালক কিং খানের মুকুটে। পেলেন সেরা অভিনেতার সম্মান। সর্বোচ্চ স্বীকৃতি অবশ্য তাঁর জীবনে এই প্রথম নয়। এর আগে পদ্মশ্রী সম্মানে তাঁকে ভূষিত করেছে ভারত সরকার। ফ্রান্সেও তিনি পেয়েছেন একাধিক সম্মান।
আরও পড়ুন-মার্কিন চাপের প্রতিক্রিয়ায় এবার কি নতিস্বীকার করল ভারত?
এর মধ্যে উল্লেখযোগ্য, ‘অর্ডার দে আর্টস এট লেটার্স’ এবং ‘লিজিয়ান অফ অনার’-এর মতো সম্মান। শাহরুখের রোমান্টিসিজম আজ নিঃসন্দেহে এক বিস্ময়। তাঁর অভিনয়ে একই সঙ্গে রাফ অ্যান্ড টাফ এবং নিখাদ সরলতার অকৃত্রিম প্রতিফলন। এই ব্যতিক্রমী প্রতিভাই প্রথম ফুটে উঠেছিল ৯০ দশকের গোড়ায় ‘দিওয়ানা’ ছবিতে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো ছবির দৌলতেও তিনি হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। দিল্লির মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহরুখ এভাবেই তাঁর অভিনয় প্রতিভার গুণে খুব অল্প সময়ে হয়ে উঠেছিলেন যুবসমাজের আইকন। খ্যাতি এবং জনপ্রিয়তার শীর্ষে উঠেও যে স্বীকৃতি অধরা থেকে গিয়ে ছিল তাঁর, শুক্রবার ৭১ তম জাতীয় পুরস্কারে সেই স্বীকৃতি ধরা দিল তাঁকে।