দিল্লি পুলিশকে সুপ্রিম ভর্ৎসনা শিশু-সহ রুশ বধূ পালানোর, তদন্তের নির্দেশ দূতাবাসকে

চন্দননগরের বসু পরিবারের রুশ বধূ ভিক্টোরিয়ার সন্তানকে নিয়ে দেশ ছাড়ার ঘটনায় আরও কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট।

Must read

প্রতিবেদন: চন্দননগরের বসু পরিবারের রুশ বধূ ভিক্টোরিয়ার সন্তানকে নিয়ে দেশ ছাড়ার ঘটনায় আরও কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশের গাফিলতিই যে এর জন্য দায়ী তা কড়া ভাষায় বুঝিয়ে দিল শীর্ষ আদালত। শুক্রবার মামলাটি উঠেছিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। দিল্লি পুলিশের ভূমিকায় আদালতের কড়া পর্যবেক্ষণ, শিশুটি ছিল ভারতের সুপ্রিম কোর্টের হেফাজতে। সেই হেফাজত থেকে তাকে নিয়ে চলে যাওয়া হল, আর আপনি চুপ করে থাকবেন?

আরও পড়ুন-অনবদ্য কিং খান, ৩৩ বছর অপেক্ষার শেষে মুকুটে জাতীয় পুরস্কার

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিজে গোটা ঘটনার তদন্ত করবেন। মস্কো প্রশাসনের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। লুক আউট নোটিশের পরেও অধরা চন্দননগরে রুশ বধূ ভিক্টোরিয়া বসু। এই বিষয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে মুখ পুড়ল দিল্লি পুলিশ প্রশাসনের। আদালতের নির্দেশের পরেও কীভাবে এখন অধরা ওই রুশ মহিলা! শুক্রবার এই মামলার শুনানিতে তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী। ভিক্টোরিয়া রুশ গুপ্তচর বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ভিক্টোরিয়া এবং তাঁর সন্তান স্ট্যাভিওর উপর কড়া নজর রাখতে হবে দিল্লি পুলিশকে। কিন্তু এ-ব্যাপারে চূড়ান্ত ব্যর্থ দিল্লি পুলিশ। পুলিশ সময়মতো পদক্ষেপ করলে এত সহজে দেশ ছেড়ে পালাতে পারতেন না ভিক্টোরিয়া। মা শিশুকে নিয়ে দেশ ছেড়ে পালানোর ঘটনা সরাসরি আদালতের নির্দেশ লঙ্ঘন।

Latest article