নবান্নে ‘ডিজিটাল কন্ট্রোল রুম’, পুলিশের নজরদারি ২৪x৭

বন্যা পরিস্থিতি হোক বা আইনশৃঙ্খলা রক্ষা— রাজ্যের প্রতিটি জরুরি পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজরদারিতে এবার ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি

Must read

প্রতিবেদন : বন্যা পরিস্থিতি হোক বা আইনশৃঙ্খলা রক্ষা— রাজ্যের প্রতিটি জরুরি পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজরদারিতে এবার ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি। রাজ্যের সচিবালয় নবান্নে এবার গড়ে উঠছে রাজ্য পুলিশের অত্যাধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল কন্ট্রোল রুম। শুক্রবার এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি হয়েছে ।

আরও পড়ুন-ডিভিসি অনিয়ন্ত্রিত জল ছাড়ায় বন্যার আশঙ্কা, যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নবান্নের দ্বিতীয় তলের রুম নম্বর ২০৭-এ এই কন্ট্রোল রুম গড়ে তোলা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই কেন্দ্রটি মূলত ‘সেন্ট্রালাইজড কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করবে, যা অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) এবং আইজি (আইনশৃঙ্খলা)—এই দুই উচ্চপদস্থ আধিকারিকের তত্ত্বাবধানে চলবে। এই ডিজিটাল কন্ট্রোল রুম সপ্তাহের সাতদিন, দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে। প্রাথমিক পর্যায়ে তিনটি শিফটে কাজ চালাবেন একজন সাব-ইন্সপেক্টর, দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং ৬ জন কনস্টেবল। খুব শীঘ্রই এখানে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল চালু করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ। পুলিশের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজ্যজুড়ে বিভিন্ন সংকট, অপারেশন বা আইনশৃঙ্খলার পরিস্থিতিতে আরও দ্রুত সমন্বয়, পর্যবেক্ষণ ও সাড়া দেওয়ার লক্ষ্যেই এই ডিজিটাল কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। এই ডিজিটাল কন্ট্রোল রুম প্রকল্প রাজ্য পুলিশের নজরদারি ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ। বিপর্যয় মোকাবিলা হোক বা অপরাধ দমন— একজায়গা থেকে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

Latest article