কুলগামে সেনার অপারেশনে নিকেশ জঙ্গি, চলছে অভিযান

Must read

অপারেশন সিন্দুরের পর থেকে জম্মু-কাশ্মীরে একের পর এক অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। ‘অপারেশন মহাদেবে’র পর এবার কুলগামে ‘অপারেশন অখল’ চলাকালীন শনিবার সকালে এক জঙ্গি নিকেশের (Terrorist killed) খবর মিলেছে।

আরও পড়ুন-আমাদের পাড়া, আমাদের সমাধান: দেশে প্রথম! শনিতে ৬৩২টি ক্যাম্প, আপ্লুত মুখ্যমন্ত্রী

গোয়েন্দা সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শুক্রবার থেকে কুলগাম এলাকায় শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দু পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু (Terrorist killed) হয়েছে বলে জানা গেছে। এখনও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা।

Latest article