অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : শিল্পক্ষেত্রে রাজ্যকে দেশের শীর্ষে নিয়ে যাওয়ার সঙ্কল্প করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্যোগ শুরু হয়ে গিয়েছে জোরকদমে। সেই লক্ষ্যেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের নিয়ে একটি সিনার্জি গড়ে উঠতে চলেছে। বুধবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এক শিল্প সমাবেশের ডাক দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষে। এখানে পশ্চিম বর্ধমান ছাড়াও বাঁকুড়া ও পুরুলিয়ার শিল্পোদ্যোগীদেরও আহ্বান জানানো হয়েছে। এই তিন জেলার বণিক সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ সোভলে জানান, ২২ ডিসেম্বর বিজনেস সিনার্জি ও ফেলিসিটেশন কনক্লেভস-এ তিন জেলার কয়েকশো উদ্যোগপতি অংশ নেবেন। এই ধরনের ১১টি সিনার্জি গঠিত হয়েছে। ২৩ জেলারই শিল্পোদ্যোগীরা এর মাধ্যমে শিল্পস্থাপনের সুযোগ পাবেন। প্রতিটি জেলায় চরিত্র অনুযায়ী শিল্পায়নের লক্ষ্য নিয়েই এই ধরনের ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন : কলকাতা পুরসভায় থাকবেন না বিরোধী দলনেতা
সিনার্জির মাধ্যমেই শিল্পপতিরা জমি, ব্যাঙ্কঋণ, বিদ্যুৎ, রাস্তা, জল ও পরিকাঠামো ইত্যাদি যাবতীয় সমস্যা সিঙ্গল উইন্ডোর মাধ্যমে সমাধান করতে পারবেন। যাঁরা নতুন শিল্পস্থাপনে আগ্রহী, তাঁদের পরিকাঠামোগত সুবিধা দিতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প দফতর ছাড়াও বিভিন্ন ব্যাঙ্ক, ভূমি ও ভূমিরাজস্ব বিভাগ, দমকল, পরিবেশ ইত্যাদি ১৪টি দফতর হেল্প ডেস্ক খুলবে। দুর্গাপুরের এই সিনার্জি অনুষ্ঠানে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের পৌরোহিত্য করার কথা। এই শিল্পসহায়ক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিল্পপতি রাজেন্দ্রনাথ খৈতান, হোটেল ব্যবসায়ী কবি দত্ত, বেঙ্গল সাব-আর্বান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব প্রফুল্লকুমার ঘোষ, রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের কর্মকর্তা সন্দীপ ভালোটিয়া প্রমুখ।