প্রতিবেদন : দার্জিলিং সমতল এবং পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটি এবং জেলা চেয়ারপার্সনের নাম ঘোষণা করল দল (TMC)। দার্জিলিং সমতলের ক্ষেত্রে জেলার চেয়ারপার্সন করা হয়েছে সঞ্জয় টিব্রেওয়ালকে। ৯ জনের কোর কমিটিতে রয়েছেন গৌতম দেব, রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, অরুণ ঘোষ, রোমা রেশমি এক্কা, শংকর মালাকার, জ্যোতি তিরকে, মহম্মদ আইনুল হক এবং শোভা সুব্বা। তমলুক সাংগঠনিক জেলার চেয়ারপার্সন করা হয়েছে অসিত বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন- তালিকায় নেই তেজস্বী, কমিশনকে তুলোধনা