সংবাদদাতা, শিলিগুড়ি : নিউ জলপাইগুড়ি স্টেশনে বেড়েই চলেছে যাত্রীদুর্ভোগ। অস্বস্তিতে শহরবাসী। একাধারে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে নতুনভাবে স্টেশনচত্বর তৈরির কাজ। তার জেরে আবর্জনার স্তূপ, লোহালক্কড়ে পরিপূর্ণ স্টেশনের প্রবেশপথ। লিফট আর চলমান সিঁড়িও বন্ধ মাসখানেক। যাত্রীদের দুর্ভোগ দেখেও হুঁশ ফেরেনি উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি স্টেশনের রেলকর্তাদের।
আরও পড়ুন-কৃষকের সারের কয়েক কোটি আমলার গাড়ির তেলে খরচ!
স্ক্যানের মেশিনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বছরখানেক আগে। ফলে নিরাপত্তার অভাব। দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা দুর্ভোগ পেরিয়ে স্টেশনের মূল প্রান্তে আসার পরেও প্রায় তিন কিলোমিটার হেঁটে টোটো বা অটো ধরতে হিমশিম খাচ্ছেন। অনেকেই এনজিপি স্টেশন এড়িয়ে শিলিগুড়ি জংশন বা টাউন স্টেশন থেকে ট্রেন ধরছেন। এক যাত্রীর অভিযোগ, বৃদ্ধা শ্বশুর-শাশুড়িকে নিয়ে নাজেহাল অবস্থা হয়েছে। এক যাত্রী সম্প্রীতি কুন্ডু জানান, রেলের যা অবস্থা তাতে ভরসা রাখতে হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে। স্টেশনে সিঁড়ি ভেঙে ওঠা খুব কষ্টকর। তাই বাসে দক্ষিণবঙ্গে পৌঁছেছেন।