৮ অগাস্ট থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন

৮ অগাস্ট থেকে শুরু হবে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া। ২০ অগাস্ট পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

Must read

প্রতিবেদন : ৮ অগাস্ট থেকে শুরু হবে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া। ২০ অগাস্ট পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এরপর ২৫ অগাস্ট প্রকাশিত হবে মেধা তালিকা। পয়লা সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলি। এদিকে ক্লাস চলাকালীনই যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ চলতে থাকবে।

আরও পড়ুন-ছাত্ররাই সুস্থ রাজনীতির ভবিষ্যৎ পুরুলিয়ার প্রস্তুতি সভায় তৃণাঙ্কুর

উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যে-সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক কলেজে রয়েছে তারা ৮০ শতাংশ পড়ুয়া নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি নিতে পারবে। বাকি ২০ শতাংশ অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি নেবে। অপরদিকে যে বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে কোনও কলেজই নেই তারা নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে ৯০ শতাংশ পড়ুয়া ভর্তি নিতে পারবে। বাকি ১০ শতাংশ আসন অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ করবে।

Latest article