সংবাদদাতা, নদিয়া : মানুষকে বিভিন্ন সরকারি কাজের পরিষেবা দিতে মুখ্যমন্ত্রীর (chief minister) নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান। এই প্রকল্পে প্রতিটি বুথের জন্য বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা। বাংলার ৮০ হাজারের বেশি বুথে চলবে এই কর্মসূচি। সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকারের তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন-বাংলা জুড়ে শুরু পাড়ায় সমাধান
শনিবার প্রথম দিন থেকেই আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে মানুষের উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর দূরদর্শিতা। শান্তিপুরের ২০ নম্বর ওয়ার্ডের মানুষ ব্যাপকভাবে সাড়া দিলেন। উপস্থিত ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ ও কাউন্সিলর শুভজিৎ দে। কর্মসূচিকে আকর্ষণীয় করে তুললেন স্থানীয় বাউলশিল্পীরা তাঁদের বাউলগানে। পুরপ্রধান বলেন, মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে কুর্নিশ। সাধারণ মানুষ এবার পাড়া থেকেই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন। সমস্যা সমাধানের এ এক
নতুন দিগন্ত।