গদ্দার-ঘনিষ্ঠের গুন্ডামি পথে বিধায়ক, ধৃত ২৬

এক পুরকর্মীর মুখ মেরে ফাটিয়ে দেয়। দলীয় কর্মীদের নিগ্রহের খবর পেয়ে সমস্ত কাজ ছেড়ে রাস্তায় নামেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী।

Must read

সংবাদদাতা, সিউড়ি : মুখ্যমন্ত্রীকে অপমান করায় বিজেপির নোংরামোর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন বিকাশ রায়চৌধুরী। বিজেপির বিক্ষোভ-মিছিল থেকে গদ্দার-ঘনিষ্ঠ যুব মোর্চার নেতার অসভ্যতার প্রতিবাদ করে বিজেপি কর্মীদের হাতে শারীরিক নিগ্রহের শিকার হন সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে বেশ কিছু দাবি নিয়ে ওই বিজেপি নেতা ধ্রুব সাহার নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী সিউড়ি প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখিয়ে দেয়। সামান্য দূরেই পুরসভায় কাজে ব্যস্ত থাকা পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বিজেপির এই অসভ্যতার কথা জানতে পেরেই ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। পুরপ্রধানকে ঘিরে ধরে হেনস্থা করে বিজেপির দুষ্কৃতীরা।

আরও পড়ুন-বাউলগানে শুরু হওয়া পাড়া কর্মসূচিতে ব্যাপক সাড়া শান্তিপুরে

এক পুরকর্মীর মুখ মেরে ফাটিয়ে দেয়। দলীয় কর্মীদের নিগ্রহের খবর পেয়ে সমস্ত কাজ ছেড়ে রাস্তায় নামেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কেন মুখ্যমন্ত্রীকে অপমান করা হল এই দাবিতে শহর জুড়ে প্রতিবাদ-মিছিল করে তৃণমূল। বিকাশবাবু বলেন, এর আগেও শহর জুড়ে বিজেপি এই ধরনের অসভ্যতা করেছে। অথচ সিউড়ি থানার আইসিকে অভিযোগ জানিয়েও সদর্থক ভূমিকা দেখা যায়নি তাঁর। সেদিন সিউড়ি থানার পুলিশ ব্যবস্থা নিলে আজ এই ধরনের অসভ্যতা করার সাহস হত না বর্বর বিজেপি কর্মীদের। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, যাঁরা মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন তাঁদের গ্রেফতার না করা হলে তৃণমূল রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন করবে। ইতিমধ্যে সিউড়ি থানায় বিজেপি নেতা ধ্রুব সাহা এবং যে মুখ্যমন্ত্রীর ছবি নোংরা করেছে সেই সমরেশ ঘোষ-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুরপ্রধান। বীরভূমের পুলিশ সুপার শ্রী আমনদীপ জানান, এই ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

Latest article