নিয়ম অনুযায়ী, সাত কেজির উপরে ওজন হলে বাড়তি টাকা লাগবে। গত ২৬ জুলাই শ্রীনগর এয়ারপোর্টে (Srinagar airport) দিল্লিগামী বিমান ধরতে আসা এক সেনা জওয়ানকে নিয়ম বোঝাতে গিয়েছিলেন স্পাইসজেটের একজন বিমানবন্দর কর্মী। কিন্তু তার পরিণতি এতটা যে ভয়ঙ্কর হবে, সেটা কেউ বুঝতে পারে নি। কথা কাটাকাটি দিয়ে শুরু হয় আর তারপরেই বিপত্তি। পারদ চড়িয়ে সেটা হাতাহাতির পর্যায়ে পড়ে যায়। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
আরও পড়ুন-ডিভোর্স চেয়ে স্বামীকে মারার ছক, পিটিয়ে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা উত্তরপ্রদেশে
স্পাইসজেটের তরফে এই ঘটনা নিয়ে জানানো হয়েছে, একজন যাত্রী ব্যাগ নিয়ে দিল্লিগামী বিমানে যাচ্ছিলেন। তার ব্যাগের ওজন ছিল প্রায় ১৬ কেজি। কিন্তু নিয়ম অনুযায়ী, সাত কেজি ওজন পর্যন্ত ছাড় রয়েছে। তারপর বাকি ওজনের উপর একটা বাড়তি ফি চাপানো হয়। এই কথাটা ওই যাত্রীকেও বলা হয়েছিল। কিন্তু তিনি ভাড়া দিতে রাজি হননি। বিমানবন্দরের কর্মীদের ধাক্কা দিয়ে ঠেলে এয়ারব্রীজেও ওঠার চেষ্টা করেন তিনি।এরপরেই বিমানবন্দরে কর্মরত আধাসেনা তাঁকে ঠেলে বাইরে পাঠায়। সেখানেই ওই যাত্রী কর্মরত চার বিমানবন্দরের গ্রাউন্ড কর্মীর উপর হামলা চালান।
আরও পড়ুন-৪ ঘণ্টা ধরে এমার্জেন্সিতে আটকে! যোগীরাজ্যে হাসপাতালের গেটেই অপেক্ষা করতে করতে মৃত্যু বৃদ্ধের
সূত্রের খবর, অভিযুক্ত একজন সেনা আধিকারিক। ইতিমধ্য়েই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত যাত্রীকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। এছাড়া গোটা বিষয়টা নিয়ে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও সরব হয়েছে। এদিনের ঘটনায় এক স্পাইসজেট কর্মীর অবস্থা বেশ গুরুতর। লাথি, ঘুষিতে চার কর্মীরই শিরদাঁড়া ভেঙেছে ও থুতনি ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।