প্রতিবেদন : মনসুন ফ্লো রয়েছে অত্যধিক। সেই কারণেই ভারী থেকে অতি-ভারী বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এই নিয়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এদিকে, মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ক্যানিংয়ের ওপর। তাই বৃষ্টির দাপট কমলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে দক্ষিণের জেলা জুড়ে।
আরও পড়ুন-কেন্দ্রের বৈষম্য ও বাংলা-বিদ্বেষে পথে হাজার মানুষের মহামিছিল
ভারী বৃষ্টির চরম সর্তকতা। অতি-বৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সোমবারও অতি-ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা