বিজেপির বাংলা-বিদ্বেষ, সরব অসম তৃণমূলও

রবিবার অসমের শিলচর ও হাইলাকান্দিতে ধরনা-অবস্থান মঞ্চ থেকে বঙ্গবিদ্বেষী বিজেপিকে একহাত নেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

Must read

প্রতিবেদন : বিজেপির বাংলা-বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে অসমেও আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার অসমের শিলচর ও হাইলাকান্দিতে ধরনা-অবস্থান মঞ্চ থেকে বঙ্গবিদ্বেষী বিজেপিকে একহাত নেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, বাংলার পর অসমেও শুরু হয়েছে আন্দোলন, শীঘ্রই তা গোটা দেশে ছড়িয়ে পড়বে। তাই সাবধান বিজেপি।

আরও পড়ুন-পরিকল্পনা করে বাংলাকে হেয় করা হচ্ছে : অভিষেক

তিনি আরও বলেন, ধর্মের নামে, ভাষার নামে, সম্প্রদায়ের নামে বিভাজন করে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছে বিজেপি। বাংলাদেশি বিতাড়নে লম্বা লম্বা ভাষণ দিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। যেমন কেন্দ্রে নরেন্দ্র মোদি-অমিত শাহ, তেমনি অসমে ব্যর্থ হিমন্ত বিশ্বশর্মা। এনআরসি করে অনুপ্রবেশকারীদের ধাক্কা দিয়ে সীমান্তের ওপারে পাঠাবেন বলেছিলেন, কিন্তু এখনও এনআরসিকেই মান্যতা দিতে পারেননি তাঁরা। সর্বদিকে ব্যর্থ মোদি-শাহ এখন যেখানেই বাংলাভাষী মানুষ দেখছেন, তাঁদেরই বাংলাদেশি বলে দেগে দিচ্ছেন। যাঁরা বাংলায় কথা বলেন, তাঁদের নিস্তার দিচ্ছেন না। বিদেশি তকমা গায়ে লাগিয়ে দিচ্ছেন। আর অসমে হিমন্ত বিশ্বশর্মা শুরু করেছেন উচ্ছেদ অভিযান। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সাফ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস বিদেশি বিতাড়নের বিরুদ্ধে নয়, কিন্তু বিভাজনের রাজনীতি করে প্রকৃত ভারতীয়দের হয়রানি করা কোনওমতেই বরদাস্ত করা হবে না।

Latest article