পুশব্যাক-আতঙ্কে আত্মঘাতী

বিজেপির তৈরি করা বাংলাদেশি-আতঙ্ক কেড়ে নিল বাংলার নাগরিকের প্রাণ। দেশের লজ্জা। সভ্যতার লজ্জা। দক্ষিণ কলকাতার কুঁদঘাটের আনন্দপল্লির বাসিন্দা দিলীপকুমার সাহা।

Must read

প্রতিবেদন : বিজেপির তৈরি করা বাংলাদেশি-আতঙ্ক কেড়ে নিল বাংলার নাগরিকের প্রাণ। দেশের লজ্জা। সভ্যতার লজ্জা। দক্ষিণ কলকাতার কুঁদঘাটের আনন্দপল্লির বাসিন্দা দিলীপকুমার সাহা। বিজেপির তৈরি করা বাংলাদেশি-আতঙ্কে ভেঙেচুরে খান-খান হয়ে গিয়ে শেষে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রৌঢ়।

আরও পড়ুন-বিজেপির বাংলা-বিদ্বেষ, সরব অসম তৃণমূলও

রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। বাড়ির আত্মীয়রা কান্নায় ভেঙে পড়ে বলেছেন, যবে থেকে বিজেপি এই ভাষাসন্ত্রাস এবং পুশব্যাক শুরু করেছে তবে থেকে দিলীপ আতঙ্কের মধ্যে কাটাতেন। ভাই-বোনেদের বলতেন, তারা সরকারি চাকরি করেন, তাদের চিন্তা নেই। কিন্তু তাঁর তো সেটাও নেই। তাঁকে বোঝাতেন ভাই-বোনেরা। কিন্তু তাতেও তিনি আশ্বস্ত হননি। বলতেন, আমাকে যদি বাড়ি ছেড়ে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়, তাহলে বাঁচব না। তারপর থেকেই আতঙ্ক শুরু হয়। রাতে স্ত্রীকে অন্য ঘরে শুতে বলে একা শুয়েছিলেন শনিবার। রবিবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে খোলা জানলার ফাঁক দিয়ে দিলীপের ঝুলন্ত দেহ দেখা যায়। বাংলাদেশে জন্ম হলেও ১৯৭২ সালে বাংলায় চলে আসেন দিলীপবাবুরা। বাড়িতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি রয়েছেন। ভাগ্নেবউ পিঙ্কি সাহা জানিয়েছেন, মামার মত পরিণতি যেন কারও না হয়।

Latest article