ডিভিসির ছাড়া জলে বানভাসি এলাকা, ত্রাণ নিয়ে মন্ত্রী অরূপ

প্রবল বৃষ্টি এবং ডিভিসি-র অবিবেচকের মতো জল ছাড়ার কারণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য

Must read

প্রতিবেদন : প্রবল বৃষ্টি এবং ডিভিসি-র অবিবেচকের মতো জল ছাড়ার কারণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, খোলা হয়েছে ত্রাণশিবির। পূর্ব বর্ধমানের রায়না ক্ষতিগ্রস্ত। ভেসে গিয়েছে জমি-সহ বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন-আবার দিল্লি বিজেপির পুলিশের নির্লজ্জ আচরণ, ছিঃ! বাংলা নাকি বাংলাদেশি ভাষা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার বিপর্যস্ত এলাকায় যান মন্ত্রী অরূপ বিশ্বাস। স্পিড বোটে বন্যা-কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এরপরই তিনি পৌঁছে যান ত্রাণশিবিরে। নিজের হাতে খাবার পরিবেশন করেন। দুর্গতদের হাতে তুলে দেন বস্ত্র, খাবার-সহ প্রয়োজনীয় সামগ্রী। মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার সাহেব দাস, মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন দাস ও স্থানীয় বিধায়ক শম্পা ধাড়া। মন্ত্রী বলেন, প্রত্যেক বছর ভরা বর্ষায় ডিভিসির জল ছাড়ার কারণে পরিস্থিতি খারাপ হয়। বন্যায় মানুষ ক্ষতির মুখে পড়ে। কেন্দ্রের তরফে কোনওরকম সাহায্য মেলে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্যের মানুষের পাশে। তাঁর নির্দেশেই বিপর্যস্ত এলাকা পরিদর্শন। চাষের জমি, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্গতদের পাশে আছে রাজ্য। ত্রাণ পেয়ে বন্যা-কবলিত এলাকার মানুষও ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রীকে।

Latest article